17 C
আবহাওয়া
৫:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » নববধূকে বরণ করা হলো না তুষারের

নববধূকে বরণ করা হলো না তুষারের


বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: নববধূকে বরণ করা হলো না কাতারপ্রবাসী তুষারের। কাতারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন রেজুয়ানুল হক তুষার (২৫) নামে এক বাংলাদেশি যুবক । সোমবার (২ জানুয়ারি) কাতারের দোহায় স্থানীয় সময় সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজুয়ানুল হক তুষার ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়া বোডিংমাঠ এলাকার মৃত হামিদুল হকের ছেলে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি শাহনেওয়াজ ভূঁইয়া রাকিব।

তিনি বলেন, ‘প্রায় ৮ বছর আগে তার বাবা মারা গেছেন। এক বছর পর মাকে একা বাড়িতে রেখে পরিবারের হাল ধরতে জীবিকার তাগিদে কাতারে পাড়ি জমান তুষার। সেখানে একটি প্রতিষ্ঠানে ফুড ডেলিভারির কাজ করতেন। সোমবার (২ জানুয়ারি) সকালে মোটরসাইকেলে খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

শাহনেওয়াজ ভূইয়া আরও বলেন, কাতারে যাওয়ার পর গত ৭ বছরে একবারও দেশে আসেননি তুষার। ছয় মাস আগে মোবাইলে পারিবারিকভাবে জেলার আখাউড়া উপজেলার মোগড়ায় বিয়ে করেন তুষার। কিছুদিনের মধ্যে দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে নববধূকে ঘরে তোলার কথা ছিল তার। দেশে ফেরা হলো না তুষারের। নববধূকেও ঘরে তোলা হলো না। তিনি এখন আসবেন ঠিকই, তবে কফিন বন্দি হয়ে। নিথর দেহে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ