21 C
আবহাওয়া
১০:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় মৃত্যু সাড়ে ১৮ লাখ ছাড়াল

করোনায় মৃত্যু সাড়ে ১৮ লাখ ছাড়াল

করোনার আরও এক প্রজাতি দক্ষিণ আফ্রিকায়

বিএনএ বিশ্বডেস্ক : বিশ্বব্যাপী  করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলছে। গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৫ লাখ ৭ হাজার ১৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৭ জনের।এ পর্যন্ত সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৮ কোটি ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১৮ লাখ।

ওয়ার্ল্ডোমিটারস জানায় , , সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার ৫৯৫ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ৫০ হাজার ৬০৫ জন।

যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১১ লাখ ১৩ হাজার ৫২৮। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৬০ হাজার ৭৮ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৪১ হাজার ২৯১। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৬৮৬ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ৩৩ হাজার ৭৪৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯৬ হাজার ১৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ