24 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহের ১১ আসনে ২৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

ময়মনসিংহের ১১ আসনে ২৪ প্রার্থীর মনোনয়ন বাতিল


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১টি সংসদীয় আসনের প্রার্থীদের যাচাই বাছাইয়ে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনি ও রোববার যাচাই বাছাইয়ে বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ১১টি সংসদীয় আসনের মধ্যে প্রথম দিন ছয়টি ও দ্বিতীয় দিন পাচঁটি আসনের প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, দুই দিন প্রার্থীদের যাচাই বাছাই শেষে নানা ক্রটির কারনে জেলার ১১টি সংসদীয় আসনের ২৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ৮২ টি মনোনয়ন বৈধ করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ-১ থেকে ময়মনসিংহ-১১ পর্যন্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ খান। ময়মনসিংহ-২নং (ফুলপুর-তারাকান্দা) আসনে মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে একেএম আবদুর রফিক, মোশাররফ হোসেন আজাদ। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বদর উদ্দিন আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. ফয়জুর রহমান। ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ডা. খন্দকার রফিকুল ইসলাম, মো. আবদুল মান্নান আকন্দ, মো. জাহাঙ্গীর আলম খান, সেলিমা বেগম। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুর, স্বতন্ত্র প্রার্থী মোঃ বাদশা দেওয়ান, মুক্তিজোটের মোঃ হাবিবুর রহমান খান, স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল আহমেদ।ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী একেএম ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ খিজির হায়াত খান, কানিজ ফাতেমা। ময়মনসিংহ-১০ ( গফরগাঁও- পাগলা), স্বতন্ত্র প্রার্থী কায়সার আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন।  ময়মনসিংহ-১১( ভালুকা), বাংলাদেশ সুপ্রিম পার্টির এবিএম জিয়া উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল ওয়াহেদ, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রহমান ফকির, তরিকত ফেডারেশনের মো. কাইকোবাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

যাচাই-বাছাই শেষে আসন ভিত্তিক প্রার্থীদের পরিসংখ্যান দেখা যায, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট), আসনে মোট ৮ জন মনোনয়ন দাখিল করেছিল এরমাঝে ১জন বাতিল হয়েছে, ফলে এই আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৭ জন।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা)৷ আসনে মোট ১০ জন মনোনয়ন দাখিল করেছিল এর মাঝে ১জন বাতিল হয়েছে,ফলে এই আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৯ জন।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর), আসনে মোট ১৫ জন মনোনয়ন দাখিল করেছিল এর মাঝে ২ জনের বাতিল হয়েছে, ফলে এই আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ১৩ জন।

ময়মনসিংহ-৪ (ময়মনসিংহ সদর), আসনে মোট ১২ জন মনোনয়ন দাখিল করেছিল এর মাঝে কোন বাতিল প্রার্থী মনোনয়ন বাতিল হয়নি। ফলে এই আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ১২ জন।

 

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা), আসনে মোট ১০ জন মনোনয়ন দাখিল করেছিল এর মাঝে ৩জনের বাতিল হয়েছে, ফলে এই আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ০৭ জন।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া): আসনে মোট ১০ জন মনোনয়ন দাখিল করেছিল এর মাঝে ৪জনের বাতিল হয়েছে, ফলে এই আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৬জন।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল ): আসনে মোট ১১ জন মনোনয়ন দাখিল করেছিল এর মাঝে ৪জনের বাতিল হয়েছে, ফলে এই আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৭ জন।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ ): আসনে মোট ৮ জন মনোনয়ন দাখিল করেছিল এর মাঝে ৩জনের বাতিল হয়েছে, ফলে এই আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৫ জন।

ময়মনসিংহ-৯ ( নান্দাইল), আসনে মোট ৬ জন মনোনয়ন দাখিল করেছিল এর মাঝে কোন বাতিল প্রার্থী মনোনয়ন বাতিল হয়নি ফলে এই আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও- পাগলা), আসনে মোট ৬ জন মনোনয়ন দাখিল করেছিল এর মাঝে ২জনের বাতিল হয়েছে, ফলে এই আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৪ জন।

ময়মনসিংহ-১১(ভালুকা), আসনে মোট ১০ জন মনোনয়ন দাখিল করেছিল এর মাঝে ৪জনের বাতিল হয়েছে। ফলে এই আসনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ