31 C
আবহাওয়া
৭:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » আতঙ্কে গ্রাহকদের ৫০ হাজার কোটি টাকা উত্তলন: মুখ্য সচিব

আতঙ্কে গ্রাহকদের ৫০ হাজার কোটি টাকা উত্তলন: মুখ্য সচিব

আতঙ্কে গ্রাহকদের ৫০ হাজার কোটি টাকা উত্তলন: মুখ্য সচিব

বিএনএ ডেস্ক: ব্যাংকে টাকা নেই, এমন কথা ছড়ানো হয়েছে। আতঙ্কে ব্যাংক থেকে গ্রাহকরা ৫০ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তিন দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনের সমাপনী অধিবেশনে এ কথা বলেন তিনি। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুখ্য সচিব জানান, টাকা উত্তলনে বাংলাদেশ ব্যাংক কাউকে বাধা দেয়নি। ব্যাংক সবাইকে টাকা দিতে পেরেছে। এখন সেই গ্রাহকেরা আবার ব্যাংকে টাকা রাখতে শুরু করছেন। একটি মহল সামষ্টিক অর্থনীতি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি।

মুখ্য সচিব বলেন, কয়েক মাস আগে আইএমএফের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। তখন তারাই বাংলাদেশকে ঋণ দেয়ার প্রস্তাব দিয়েছে। যেহেতু ডলার নিয়ে একটা অস্থিরতা চলছে, তাই বাংলাদেশ আইএমএফের ঋণ নিতে রাজি হয়েছে।

একই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছে। কারণ, ব্যাংক আয়করের সনদ চাচ্ছে। এসব কারণে ব্যাংকে টাকা নেই। মানুষ বালিশের নিচে টাকা রাখছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ