বিএনএ ডেস্ক: ভোলার টবগীতে ২৪০ বিলিয়ন ঘনফুট নতুন গ্যাস পাওয়া গেছে। দৈনিক এখান থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বাংলাদেশও যখন জ্বালানি সংকটে ভুগছে তখন এই আশার কথা জানালেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ জানান, আগামী বছরের জুন মাসে ভোলায় আরও কূপ খনন করা হবে। এতে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলতে পারে। ভোলার গ্যাস সিএনজি করে ঢাকায় আনা যায় কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। ২০২৩ ও ২০২৪ সালের মধ্যে ৪৬টি কূপ খনন করা হবে। এতে ৭০০/৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
নসরুল হামিদ বলেন, এরপরও যদি প্রয়োজন পড়ে তবে স্বল্প পরিমান এলএনজি বিদেশ থেকে আমদানি করবে সরকার। গত ১৯ আগস্ট শাহবাজপুরের টবগী কূপের খনন শুরু করে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম।
দুই বছর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ভূতাত্ত্বিক জরিপের ভিত্তিতে পাওয়া তথ্য বিশ্লেষণ করে টবগী কূপ থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশার কথা জানানো হয়।
সচিবালয়ের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ও বাপেক্সের এমডি মোহাম্মদ আলী।
বিএনএ/এ আর