বিএনএ, ঢাকা : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর আইনের বিধানগুলোকে জনবান্ধব ও ব্যবসাবান্ধব করতে আয়কর আইন সংস্কারের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে।
এনবিআর সদস্য (কর নীতি) এ কে এম বদিউল আলম জানান, কর কমিশনার ইখতিয়ারউদ্দিন মোঃ মামুনের নেতৃত্বে সাত সদস্যের কমিটি আয়কর আইন, বিধিমালা, সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশগুলো বিশ্লেষণ করবে এবং সংস্কারের পরামর্শ দেবে।
টাস্কফোর্স আয়কর আইনের বিধান ও বিধি প্রয়োগের প্রভাবও পরীক্ষা করবে বলে তিনি জানান।
তিনি বলেন, প্যানেলটি বিভিন্ন খাতে এনবিআর কর্তৃক প্রদত্ত কর অব্যাহতি পর্যালোচনা এবং সংস্কারের সুপারিশ করবে।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী