38 C
আবহাওয়া
৪:৩৬ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » দুই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

দুই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

রাত পোহালেই চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন

বিএনএ, ঢাকা: সংসদ সদস্য মারা যাওয়ায় শূন্য হওয়া জাতীয় সংসদের দুটি আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এই দুই আসনের সংসদ সদস্যের মৃত্যুতে আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম আসন শূন্য ঘোষণার বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনেও (ইসি) পাঠিয়েছেন।

বিজ্ঞপ্তিতে ৩০ সেপ্টেম্বর সংসদ সদস্যদের মৃত্যু হওয়ায় ওই দিন আসন দুটি শূন্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা মারা যান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে নির্বাচিত হয়েছিলেন। একাদশ নির্বাচনে তিনি বিএনপির হয়ে ভোটে লড়েন।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল (৭৪) মারা যান।

প্রবীণ রাজনীতিবিদ শাহজাহান কামাল বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ