24 C
আবহাওয়া
৫:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ব্যাংকার্স ভয়েস 2021

ব্যাংকার্স ভয়েস 2021


শিগগির তৃতীয় প্রজম্মের স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভিতে শুরু হচ্ছে ব্যাংক কর্মীদের নিয়ে রিয়েলিটি শো ‘ব্যাংকারস ভয়েস'(Bankers Voice-2021)। গান গাইতে পছন্দ করেন, গান চর্চা করেন, বা সঙ্গীতে দক্ষতা রয়েছে এমন সব ব্যাংক কর্মী কর্মকর্তাদের নিয়ে এই আয়োজন। কিংবদন্তী মিডিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এই রিয়েলিটি শোতে যোগ দেয়ার সুযোগ রয়েছে সাবেক ব্যাংক কর্মীদেরও।

এক নজরে ব্যাংকার্স ভয়েস(Bankers Voice-2021)

Bankers voice 2021


  • অনুষ্ঠানের নাম : ব্যাংকার্স ভয়েস(Bankers Voice-2021)
    অনুষ্ঠানের ধরণ : রিয়েলিটি শো ( সঙ্গীত বিষয়ক)
    অনুষ্ঠানের ব্যাপ্তি : ৪০ মিনিট ( বিজ্ঞাপণ সময় ছাড়া)
    রেজিস্ট্রেশন : রেজিস্ট্রেশন করা যাবে ৭ নভেম্বর ২০২১ পর্যন্ত
    প্রচার দিন : প্রতি শুক্র ও শুক্রবার ( পরদিন পুন:প্রচার)
    প্রচার সময় : রাত ৮টা থেকে রাত ১০ টার মধ্যে
    পর্ব সংখ্যা :৩৩ ( গ্র্যান্ড ফিনালেসহ)
    আয়োজন ও পরিচালনা : কিংবদন্তী মিডিয়া

অংশগ্রহণ করবেন কারা :
ব্যাংকে কর্মরত যে কোন সদস্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশের যে কোন শাখা, এজেন্ট ব্যাংক এবং এটিএম বুথ এ কর্মরত সদস্যরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। অবসরপ্রাপ্ত ব্যাংকাররাও এ আয়োজনে অংশ নিতে পারবেন।

অংশগ্রহণ করবেন কীভাবে
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নাম, ব্যাংকের নাম, শাখার নাম, পদবী, বয়স এবং মোবাইল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 26969 নম্বরে। এছাড়া ফেসবুক এবং ওয়েবসাইট থেকেও রেজিস্ট্রেশন করা যাবে।

গান নির্বাচন
যে কান বাংলা গান নির্বাচন করতে হবে। চলচ্চিত্রের গান, আধুনিক, রবীন্দ্র, নজরুল. লোকোগান, লালন, হাজন রাজা, মুর্শিদী, ভাটিয়ালী, দেহতত্বসহ এপার বাংলা-ওপার বাংলার যে কোন বাংলা গান।

পুরষ্কার হিসেবে যা পাবেন

ব্যাংকার্স ভয়েস(Bankers Voice-2021) চ্যাম্পিয়ন পাবেন  নগদ দশ লক্ষ টাকা  এলইডি টেলিভিশন  একটি স্মার্ট ফোন

 ক্রেস্ট ব্যাংকার্স ভয়েস রানার আপ পাবেন  নগদ পাঁচ লক্ষ টাকা  এলইডি টেলিভিশন  একটি স্মার্ট ফোন  ক্রেস্ট

ব্যাংকার্স ভয়েস দ্বিতীয় রানার আপ পাবেন  নগদ দুই লক্ষ টাকা  এলইডি টেলিভিশন  একটি স্মার্ট ফোন  ক্রেস্ট

ব্যাংকার্স ভয়েস এর সেরা ৩ জন আরো যা পাবেন

হোম লোন এর মাধ্যমে ফ্ল্যাট বুকিং এ সার্ভিস চার্জ ফ্রি

কার লোন এর ক্ষেত্রে শেষ ৩ কিস্তি ফ্রি

বিজয়ীদের পুরো বাড়ি রঙ করিয়ে দেবে বার্জার পেইন্টস
পরিবারের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট ফ্রি

কক্সবাজারে পরিবার নিয়ে ৩ দিন ২ রাত ফ্রি থাকার ব্যবস্থা
মেকওভার সেলুন এ আগামী একবছর ২৫% ডিসকাউন্টে সার্ভিস সুবিধা
কস্টিউম পার্টনার দেবে তাদের পোশাক কেনা ও বানানোর ওপর ২৫% ছাড়

ব্র্যান্ডেড সুজ কোম্পানি দেবে এক বছরের জন্য কেনাকাটায় ২৫% ছাড়।

ব্যাংকার্স ভয়েস(Bankers Voice-2021) প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন দেশের স্বনামধন্য শিল্পীবৃন্দ।

ইতোমধ্যে বিচারক মন্ডলীর সদস্য হিসেবে যোগ দিয়েছেন ফেরদৌস ওয়াহিদ।

আপডেটেড: ২৪/১০/২০২১ইং ০০.৪০এএম

যে কোন প্রয়োজনে ইমেইল : [email protected]

 

Loading


শিরোনাম বিএনএ