চট্টগ্রামের নতুন ফিশারীঘাটে বেশ মিলছে রূপালী ইলিশ । তবে দাম বেশি । ক্রেতাদের নাগালের বাইরে। সকালে বাজারে মাছ কিনতে গেছেন সিএনজি অটোরিকশা চালক বশির আহমদ। তিনি বলেন, ’আমার ছেলে ইলিশ মাছ খেতে চাচ্ছে। তাই সকাল থেকে বাজারে ঘুরছি। দাম বাড়তির কারণে এখনো সাহস করে মাছ কিনতে পারিনি’
ভগ্নমনে বাড়ি ফিরে যাচ্ছে বশির আর বলেছেন, ”আসলে আমাদের মত মধ্যবিত্ত পরিবারের পক্ষে ইলিশ মাছ কেনা কোনভাবেই সম্ভব না। তেলাপিয়া মাছ খাওয়া ছাড়া আমাদের কোন উপায় নাই।”
ফিশারিঘাট আড়তদার সভাপতি বাবুল সরকার বলেন, জেলেদের জালে টনে টনে মাছ ধরা পড়ছে। সবকিছুর দাম বেশি হওয়ায় মাছের দামটা একটু বেশি।
ছবি: বাচ্চু বড়ুয়া
বিএনএ/ওজি/ হাসনাহেনা