32 C
আবহাওয়া
৬:৫৫ অপরাহ্ণ - মে ১২, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত, আতঙ্কে পোশাক শ্রমিকরা

গাজীপুরে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত, আতঙ্কে পোশাক শ্রমিকরা

গাজীপুরে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত, আতঙ্কে পোশাক শ্রমিকরা

বিএনএ, গাজীপুর : গাজীপুরে এ পর্যন্ত ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী  শনাক্ত করা  হয়েছে এবং আক্রান্ত রোগী সবাই টঙ্গী শিল্প অঞ্চলের বাসিন্দা। রোববার  (১ আগষ্ট) এ বিষয়টি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর  থেকেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে  গাজীপুর শিল্প অঞ্চলের পোশাক শ্রমিকদের মাঝে।

এ ব্যাপারে সোমবার(২-আগষ্ট) রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান,গাজীপুর সিটি কর্পোরেশন এলাকাতে ‘ডেঙ্গু আতঙ্ক ‘ থাকবেনা এবং গাজীপুর সিটি করপোরেশনে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে ৫৭টি ওয়ার্ডে ডেঙ্গু মশা নিধনের জন্য পোল্যান্ড থেকে ৩০০ টন ওষুধ আনা হয়েছে।

তিনি বলেন, ৩০০টি ফগার মেশিনের মাধ্যমে প্রতিটি পাড়া-মহল্লায় এ ওষুধ ছিটানো হবে। সিটি এলাকাতে নাগরিকদের ডেঙ্গু আতঙ্ক দুরকরার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ২৪/রুকন,আমিন

Loading


শিরোনাম বিএনএ