বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে নেশার টাকা না পেয়ে ছেলের হাতে খুন হয়েছেন মা। এ ঘটনায় ছেলে ওমরকে আটক করেছে পুলিশ।
রোববার (২ জুন) রাত আনুমানিক ১১টার দিকে ভেলোয়ার দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ওই নারীর নাম রিনা আক্তার। তার স্বামী বেলাল হোসেন সিএনজিচালিত অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, উচ্চ মাধ্যমিক পড়ুয়া কলেজ ছাত্র ওমর তার মায়ের কাছে নেশা করার জন্য টাকা চায়। কিন্তু মা তাকে টাকা দিতে রাজি না হওয়ায় বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্ল্যাহ বলেন, বটি দিয়ে কুপিয়ে ওমর তার মাকে হত্যা করেছে। সে ভাটিয়ারী এলাকার একটি বেসরকারি কলেজে শিক্ষার্থী ছিল। আমরা ওমরকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো সম্ভব হবে। আইনগত ব্যবস্থা নিচ্ছি।
বিএনএনিউজ/ নাবিদ, ওজি/হাসনা