20 C
আবহাওয়া
১১:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আবারও বিয়ের পিঁড়িতে রুপার্ট মারডক

আবারও বিয়ের পিঁড়িতে রুপার্ট মারডক

রুপাট মারডক

বিশ্ব ডেস্ক: পঞ্চমবারের মতো বিয়ে করলেন মার্কিন ধনকুবের ও মিডিয়া টাইকুন রুপার্ট মারডক। শনিবার (১ জুন) ৬৭ বছর বয়সী এলেনা জুকোভাকে বিয়ে করেন ৯৩ বছর বয়সী মারডক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নবদম্পতির বিবাহের অনুষ্ঠান হয়েছে মারডকের ক্যালিফোর্নিয়ার আঙুর বাগানে।

গত বছরের এপ্রিলে সাবেক পুলিশ চ্যাপ্লেন অ্যান লেসলি স্মিথের সঙ্গে মারডকের বাগদান ভেঙে যাওয়ার পরই বাতাসে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, মারডক জুকোভার সঙ্গে প্রেম করছেন।

জন্মসূত্রে অস্ট্রেলীয় মারডক বর্তমানে ছয় সন্তানের জনক। তিনি ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য সান ও টাইমসের মালিক। তাকে নিউজ করপোরেশনের চেয়ারম্যান ইমেরিটাস বলা হয়।

মারডক জানান, তার সাবেক স্ত্রী ওয়েন্ডি ডেং একটি পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতেই প্রথম পরিচয় হয়েছিল জুকোভার সঙ্গে। জুকোভা একজন অবসরপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী।

চীনা বংশোদ্ভূত ওয়েন্ডি ছাড়াও মারডকের আরও তিন স্ত্রী হলেন—অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মান এবং মার্কিন মডেল ও অভিনেত্রী জেরি হল। এদের প্রত্যেকের সঙ্গেই বিচ্ছেদ হয়েছে রুপার্ট মারডকের।

মারডকের পঞ্চম স্ত্রী জুকোভার এর আগেও বিয়ে হয়েছিল। তিনি রাশিয়ার তেল ব্যবসায়ী ধনকুবের আলেকজান্ডার জুকোভকে বিয়ে করেছিলেন। তাদের একটি মেয়েও রয়েছে। জুকোভা–আলেকজান্ডার দম্পতির মেয়ে দাশা নিজেও একজন ব্যবসায়ী।

১৯৫০–এর দশকে অস্ট্রেলিয়ায় কর্মজীবন শুরু করেছিলেন রুপার্ট মারডক। ১৯৬৯ সালে তিনি ব্রিটিশ সংবাদপত্র নিউজ অফ দ্য ওয়ার্ল্ড ও সান কিনে নিয়েছিলেন। এরপর নিউইয়র্ক পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নাল সহ বেশ কয়েকটি মার্কিন সংবাদপত্র কেনেন মারডক। ১৯৯৬ সালে তিনি ফক্স নিউজ চালু করেন। ফক্স নিউজ এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি দেখা টিভি নিউজ চ্যানেল।

২০১৩ সালে রুপার্ট মারডক নিউজ কর্প প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি শত শত স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের মালিক হয়েছেন। দীর্ঘ ব্যবসায়িক জীবনে বহু বিতর্কের জন্ম দিয়েছেন রুপার্ট মারডক।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পলাশ হত্যা মামলার আসামি গ্রেফতার চট্টগ্রামে নিশান সাফারি ব্র্যান্ডের গাড়ি জব্দ বঙ্গবন্ধু রেলসেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন অনলাইনে ৩টি ভূমি সেবা বন্ধ থাকবে ৬দিন রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা বৃদ্ধির অনুরোধ রাষ্ট্রদূতের এক্সরের সময় শিক্ষার্থীর কোমরে মিলল চাকু-হাতুড়ি, পুলিশ ছেড়ে দিল বিএনপির নিকট গণতন্ত্র, বাক, ব্যক্তির স্বাধীনতা নিরাপদ-তারেক রহমান যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলোকে প্রতি জানুয়ারিতে অর্ডারের মূল্যবৃদ্ধির আহ্বান ড. ইউনূসের মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না---ধর্ম উপদেষ্টা গণমাধ্যম অফিসে ভাঙচুর সহ্য করা হবে না: নাহিদ ইসলাম