30.3 C
আবহাওয়া
৮:২৪ অপরাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » ১০ কোটি শ্রমিককে করোনা দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে : জাতিসংঘ

১০ কোটি শ্রমিককে করোনা দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে : জাতিসংঘ

জাতিসংঘ

বিএনএ বিশ্বডেস্ক : জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক প্রতিবেদনে সতর্ক করে বলেছে, মহামারির কারণে শ্রম বাজারে সৃষ্ট সংকট থেকে উত্তরণ এখনও অনেক দূরের বিষয়।কোভিড-১৯ মহামারি আরও ১০ কোটি শ্রমিককে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। জাতিসংঘ গতকাল বুধবার এ কথা জানিয়েছে।

আই এল ও’র প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়,  ২০২২ সালে বিশ্বে বেকারত্বের সংখ্যা দাঁড়াতে পারে সাড়ে ২০ কোটি, যা ২০১৯ সালে ছিল ১৮ কোটি ৭০ লাখ। তবে, প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা  হয়েছে, অনেক লোক চাকরিতে বহাল আছে। কিন্তু নাটকীয়ভাবে তাদের কর্মঘণ্টা কমে গেছে। করোনার কারণে ২০১৯ সালের চতুর্থাংশের তুলনায় ২০২০ সালে কর্মঘণ্টা ৮ দশমিক ৮ শতাংশ কমেছে। বিশ্বে এখনও ১০ কোটি পূর্ণকালীন চাকরির সমান কর্মঘণ্টা কম রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের দ্বিতীয়ার্ধে বৈশ্বিক কর্মসংস্থান পরিস্থিতির উন্নতি ঘটবে বলে মনে করা হচ্ছে।তবে এই উত্তরণ সমভাবে ঘটবে না বলে সতর্ক করেছে আইএলও। কারণ, কোভিড-১৯-এর টিকার সমবণ্টন সম্ভব হচেছ না। বিশ্বের ৭৫ শতাংশেরও বেশি টিকার ব্যবহার হচ্ছে মাত্র ১০টি দেশে।

 

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ