26 C
আবহাওয়া
৭:০৬ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৫
Bnanews24.com
Home » পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ইয়াছিন প্রকাশ (কালু) নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩ মে) দুপুর ১২ টার দিকে মহাসড়কের মনসা হসপিটাল সংলগ্ন ছিলা শাহ্ মার্কেট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইয়াছিন উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামের বাসিন্দা। পাশ্ববর্তী ইউনিয়ন জিরি ফকিরা মসজিদ বাজারের আজমীর ডেকোরেশন নামে তার একটি ডেকোরেশনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন।

তিনি জানান, দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। সেটি উদ্ধারের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। সেটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ