24 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » থাই গৃহকর্মী রাতারাতি যেভাবে হল ২৯ কোটি টাকার মালিক

থাই গৃহকর্মী রাতারাতি যেভাবে হল ২৯ কোটি টাকার মালিক

থাই গৃহকর্মী

বিশ্ব ডেস্ক:  মৃত্যুর পর একজন ফরাসি ব্যবসায়ী মহিলা তার থাই গৃহকর্মীর কাছে ১৭ বছর সেবাদানের পুরষ্কার হিসেবে  প্রায় ১০০ মিলিয়ন বাথ( বাংলাদেশি মুদ্রায় ২৯ কোটি ৮৩ লাখ টাকা) মূল্যের সম্পদ দিয়ে গেছেন বলে জানা গেছে। খবর ব্যাংকক পোস্টের। তাছাড়া ওই ফরাসি ব্যবসায়ী মহিলা তার মৃত্যুর পর যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আরও টাকা অগ্রিম হস্তান্তর যান।

দীর্ঘদিন ধরে ক্যাথরিন ডেলাকোট(৫৯) ক্যান্সারে ভুগছিলেন। থাইল্যান্ডের কো সামুই দ্বীপের সুরাট থানিতে  সম্প্রতি তিনি নিজের গুলিতে আত্মহত্যা করেন।

ক্যাথরিন ডেলাকোটের রেখে যাওয়া সম্পদের মধ্যে রয়েছে রিসর্ট দ্বীপের পাঁচটি পুল ভিলার বাড়ি,ভিলার কাছে একটি দুই-রায়ের জমি, নগদ টাকা, একটি গাড়ি এবং অন্যান্য সম্পত্তি।

৪৯ বছর বয়সী গৃহকর্মী নুটওয়ালাই ফুপোংটাকে ১০০-মিলিয়ন-বাথের মূল্যের সম্পদ দিয়েছেন বলে পুলিশ ও সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। গৃহকর্মী মিসেস নুটওয়ালাই বলেন যে,  মৃত্যুর আগেই এসব সম্পদ তাকে দান করেছেন  ক্যাথরিন ডেলাকোট। মালিক যে আত্মহত্যা করবেন তা তিনি কখনো কল্পনা করেন নি।

তিনি ১৭ বছর ধরে ক্যাথরিন ডেলাকোটের সঙ্গে গৃহকর্মী হিসেবে বিশ্বস্ততার সাথে ছিলেন। স্বামীসহ ক্যাথরিন ডেলাকোট থাইল্যান্ডের কো সামুই দ্বীপে বসবাসের জন্য আসলেও পরবর্তীতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। স্বামী আলাদা একটি রিসোর্টে একাকি জীবন যাপন করেন।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ