21 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ৫ মে রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

৫ মে রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

৫ মে রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ

বিএনএ, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে শুক্রবার (৫ মে) রাত ১১টা থেকে পরবর্তী ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। বুধবার (৩ মে) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ মে রাত ১১টা থেকে ৬ মে সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই ৭ ঘণ্টা সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।

এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

এর আগে, উড়াল সড়কের নির্মাণকাজের জন্য গত শুক্রবারও (২৮ এপ্রিল) রাত ১১টা থেকে শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরের সামনের সড়ক বাদ দিয়ে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেয় বেবিচক।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ