18 C
আবহাওয়া
৭:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে বাসচাপায় ৫ জন নিহত

গাজীপুরে বাসচাপায় ৫ জন নিহত

গাজীপুরে বাসচাপায় ৫ জন নিহত

বিএনএ, গাজীপুর : গাজীপুরের  বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার (৩ মে) বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত পাঁচ জনের মধ্যে দুই জন নারী ও তিনজন পুরুষ।তাৎক্ষণিকভাবে নিহত পাঁচ জনের নাম-পরিচয় জানা যায়নি।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন  সত্যতা নিশ্চিত করে জানান, এনা পরিবহনের একটি বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। আর সফিপুর ফ্লাইওভারের পূর্ব পাশে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কের বাম দিকে যাচ্ছিল। এ সময় বাসের চাপায় অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত পাঁচজনের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ