17 C
আবহাওয়া
৮:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আরও ৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

আরও ৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

করোনায় আক্রান্ত আরও ১৫৩

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ জনের। এসময় করোনায় কেউ মারা যাননি।

মঙ্গলবার (৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায়ও করোনায় কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪০ শতাংশ। করোনা শনাক্ত হয়েছিল ১০ জনের।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৭ জনই ঢাকা জেলার।

এর আগে সবশেষ গত ১৮ এপ্রিল করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ