38 C
আবহাওয়া
৪:০৯ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৪
Bnanews24.com
Home » রেকর্ড ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

রেকর্ড ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: পাল্লেকেলে টেস্টের পঞ্চম দিন সাতসকালেই গুটিয়ে গেল বাংলাদেশ। ঘণ্টা খানেকের মধ্যে সফরকারীদের পাঁচ উইকেট তুলে নিয়ে ২০৯ রানের বড় জয় নিশ্চিত করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ৪৩৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশকে। এই পথে হাঁটতে গিয়ে রবিবার ৫ উইকেটে ১৭৭ রান তোলেন তামিমরা। সোমবার ২২৭ করতেই সবাই প্যাকেট!

শেষ দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাঁচানোর লক্ষ্য নিয়েই হয়তো মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দিনের শুরুতে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে লড়াইয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারলেন না লিটন। প্রবীন জয়াবিক্রমার বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন দিনের তৃতীয় ওভারেই। পঞ্চম দিনের শুরুতে লিটন–মিরাজ জুটি টিকল মাত্র ১৪ বল। তাইজুল ৩০ বল খেলে ফিরলেন ২ রান করে। এরপর একএক করে বিদায় নিলেন বাকি ৪ ব্যাটসম্যান। শেষ ৩ উইকেট যে গেলো ৯ বলের ব্যবধানে।

শরীফুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে দুই ইনিংসেই পাঁচ উইকেটের কীর্তি গড়লেন জয়াবিক্রমা। তাতে বাংলাদেশের ২০৯ রানের ব্যবধানে হারটাও নিশ্চিত হলো।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের বড় হার আছে অনেকগুলো। এর মধ্যে ২০০৯ সালে চট্টগ্রামে হারতে হয়েছিল ৪৬৫ রানে। সেটিই এ যাবতকালের বড় হার বাংলাদেশের। লঙ্কানদের বিপক্ষে পরের বড় হারটি ২০০২ সালে, ২৮৮ রানে। কলম্বোতে। এরপর ২০১৭ সালে গলে হারতে হয়েছিল ২৫৯ রানে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ