বিএনএ, বিশ্বডেস্ক : পাপুয়া নিউ গিনিতে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪ মিনিটে ভূমিকম্পটি ইস্ট সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াকের ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চামব্রি হ্রদের ৮০ কিলোমিটার (৪৯.৭১ মাইল) গভীরে ভূমিকম্প সংঘঠিত হয়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা নেই।
ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ২৪৯ কিলোমিটার দূরে দক্ষিণাঞ্চলীয় হাইল্যান্ড প্রদেশের একজন বাসিন্দা একে ‘শক্তিশালী’ ভূমিকম্প উল্লেখ বলেছেন, এটি প্রায় ৪৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল।
‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এ অবস্থিত দেশটিতে ভূমিকম্পে বড় ধরনের ক্ষতির পরিমাণ কম। কারণ এ অঞ্চলের কাঠামো হালকা ও নমনীয়। তবে পাপুয়া নিউ গিনির ভূমিকম্প বড় ধরনের ভূমিধস ঘটাতে সক্ষম।
গত বছরের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনিতে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছিল। আর ২০১৮ সালে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০০ জনের মৃত্যু হয়েছিল।
বিএনএনিউজ/এইচ.এম।