28 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ

কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ

কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ

বিএনএ ঢাকা: করোনার সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় দেশের কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কারা অধিদপ্তর। তবে টেলিফোনে কথা বলতে পারবেন তারা।অধিদপ্তর থেকে দেশের ৬৮টি কারাগারে বিশেষ বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

শনিবার (০৩ এপ্রিল) সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।তিনি জানান, বর্তমানে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি ভালো হলে আবারও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে বন্দিরা।তবে আগের মতোই নিয়ম অনুযায়ী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। সেটা ৮ থেকে বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে বলে জানান আইজি প্রিজন।

এর আগে গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিল। সেটি এক বছর বহাল ছিল।পরে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে এক বছর পর চলতি বছরের মার্চে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ