বিএনএ, ঢাকা : আজ সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া, শনিবার দিবাগত শেষরাত থেকে রোববার সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আর ঘন কুয়াশার কারণে, অভ্যন্তরীণ নৌপরিবহনের ক্ষেত্রে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষকি আদ্রতা ছিল ৯২ শতাংশ।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলা ও ভোলায় ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শনিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা