32.2 C
আবহাওয়া
৮:৩১ পূর্বাহ্ণ - মে ১১, ২০২৫
Bnanews24.com
Home » পাকিস্তানে নির্বাচন কমিশন কার্যালয় চত্বরে বোমা হামলা

পাকিস্তানে নির্বাচন কমিশন কার্যালয় চত্বরে বোমা হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের করাচিতে নির্বাচন কমিশন কার্যালয়ের চত্বরে বোমা হামলার ঘটনা ঘটেছে।  তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, কার্যালয়ের দেয়ালের পাশে একটি শপিং ব্যাগে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলার পরপরই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জারি করা হয় সতর্কতা।

এদিকে, হামলার পরপরই তল্লাশি অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী।

পাকিস্তান পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট জানিয়েছে, বিস্ফোরিত বোমাটি ‘হোম মেইড’ এবং প্রায় ৪০০ গ্রাম বিস্ফোরক পদার্থ ছিল সেটিতে।

উল্লেখ্য, দেশটিতে আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ