21 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » দেশে ফিরলেন শাকিব খান

দেশে ফিরলেন শাকিব খান

শাকিব খান

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে জানুয়ারির ১৪ তারিখ দুবাই গিয়েছিলেন। আর সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান এই অভিনেতা। আবার যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে দুই সপ্তাহ পর দেশে ফিরেছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় পা রেখেছেন শাকিব। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ‘কিং খান’খ্যাত এই সুপারস্টার।

ইনস্টাগ্রামে এদিন বিকেলে একটি পোস্ট দিয়ে তিনি ঢাকা, বাংলাদেশ চেকইন দিয়েছেন। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘কামিং ব্যাক হোম’।

এর আগে ২০২১ সালে নভেম্বরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন শাকিব। সেখানে নয়মাস অবস্থান করার পর দেশে ফিরেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে শাকিব অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘আগুন’ এবং ‘অন্তরাত্মা’ সিনেমা। শিগগিরই কাজ শুরু করবেন নিজের প্রযোজিত ‘মায়া’ ও ‘শের খান’ সিনেমার কাজ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ