বিএনএ, বিশ্বডেস্ক : আন্তর্জাতিক চুক্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করার জন্য চার রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে অস্ট্রিয়া। বৃহস্পতিবার ( ২ ফেব্রুয়ারি)
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানায়। খবর রয়টার্সের।
চারজন কূটনীতিকের মধ্যে দুজনকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং ৮ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি দুজন ভিয়েনায় জাতিসংঘে রাশিয়ান মিশনে কাজ করছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনের ৯-এর অনুচ্ছেদ অনুসারে দূতাবাসে কর্মরত দুইজনকে অবাঞ্ছিত (পারসোনা নন গ্র্যাটা) ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও বলেছে, অন্য দুইজন মিশনের প্রধান কার্যালয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে কাজ করায় ভিয়েনা ছেড়ে যেতে হবে।
বিএনএনিউজ/এইচ.এম।