30 C
আবহাওয়া
১২:৫২ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » বিদ্যুতের তার ছিঁড়ে কঙ্গোতে ২৬ জনের মৃত্যু

বিদ্যুতের তার ছিঁড়ে কঙ্গোতে ২৬ জনের মৃত্যু

বিদ্যুতের তার ছিঁড়ে কঙ্গোতে ২৬ জনের মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : কঙ্গোর একটি বাজারে বিদ্যুতের তার ছিঁড়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।নিহতদের মধ্যে ২৪ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এদের বেশির ভাগই ওই মার্কেটের নারী ব্যবসায়ী বলে জানা গেছে।বুধবার (২ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী কিনশাসার একটি বাজারে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির জাতীয় বিদ্যুৎ কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালের দিকে ভারী বৃষ্টিপাতের সময় বিদ্যুতের তার ছিঁড়ে বাসা-বাড়ি এবং বাজারে পড়েছে। নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে এই কোম্পানি।

কঙ্গোর জাতীয় বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, তারের কিছু অংশে বজ্রপাত হয়েছিল, যার ফলে এটি মাটিতে পড়েছিল। সংস্থাটি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

কিনশাসা প্রাদেশিক সরকারের মুখপাত্র চার্লস এমবুতামুন্টু বার্তা সংস্থা এএফপিকে বলেছেন,  সেদিন সকালে বৃষ্টি হয়ে মার্কেটে পানি জমে গিয়েছিল। তারটি ছিঁড়ে ওই জমে থাকা পানির মধ্যে পড়ে যায়। সেই পানির মধ্যেই কেনাবেচা সারতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ