20 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » মানবতার নজির গড়লেন নারী পুলিশ কর্মকর্তা

মানবতার নজির গড়লেন নারী পুলিশ কর্মকর্তা

পুলিশ

রকমারি ডেস্ক: মানবতার অনন্য নজির গড়লেন ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার এক নারী পুলিশ কর্মকর্তা। কে সিরিশা নামে ওই নারী কর্মকর্তা বনের মধ্যে পড়ে থাকা একটি মরদেহ উদ্ধার করে কাঁধে করে দুই কিলোমিটার হেঁটে গেলেন।

অজ্ঞাত ওই ব্যক্তি মরে পড়ে ছিল বনের মধ্যে। মরদেহের সৎকার করতে লোকজন প্রয়োজন, কিন্তু কেউ-ই এগিয়ে আসেনি।

অবশেষে ওই নারী পুলিশ কর্মকর্তা খাটিয়ার এক পাশ ধরলেন। তাকে দেখে এক ব্যক্তি এগিয়ে এসে আরেক পাশ কাঁধে তুলে নিলেন। পরে মরদেহ কাঁধে নিয়ে দুই কিলোমিটার হেঁটে গেলেন ওই নারী কর্মকর্তা।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা এলাকার ওই ঘটনার ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে।

নেটিজেনরা প্রশংসাও করছেন নারী কর্মকর্তা কে সিরিশার এ মানবিকতার।

ভিডিওতে দেখা গেছে, কে সিরিশা খাটিয়ায় লাশ কাঁধে নিয়ে খেতের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। তাকে সাহায্য করছিলেন আরেক ব্যক্তি।

সিরিশার এমন কাজের ভূয়সী প্রশংসা করেছে অন্ধ্রপ্রদেশের পুলিশ বিভাগ। এক টুইটবার্তায় ওই ঘটনার একটি ভিডিওচিত্র শেয়ার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ