30 C
আবহাওয়া
৮:৫৬ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৫
Bnanews24.com
Home » বিদেশি কূটনীতিকদের নিয়ে ব্রিফিং বৃহস্পতিবার

বিদেশি কূটনীতিকদের নিয়ে ব্রিফিং বৃহস্পতিবার


বিএনএ, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতির বিষয়ে ঢাকাস্থ বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক মিশন, সংস্থার প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদের ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকার বিদেশি কূটনীতিকদের নিয়ে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার বিদেশি কূটনীতিকদের জন্য এ ব্রিফিংয়ের আয়োজনে সহায়তা করেছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ