30 C
আবহাওয়া
৪:২৫ অপরাহ্ণ - এপ্রিল ২৯, ২০২৫
Bnanews24.com
Home » খাটের নিচে মিলল ৯৩৪০০ পিস ইয়াবা

খাটের নিচে মিলল ৯৩৪০০ পিস ইয়াবা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানায় এক বাসা থেকে ৯৩৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে কর্ণফুলী থানার বৈরাগী এলাকার একটি বাসা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ আব্দুর রহিম (৩০)। তার পিতার নাম মো. ইলিয়াস, বাসা কর্ণফুলীর বদলপুরা এলাকায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তিতে খাটের নিচে দুটি প্লাষ্টিকের বস্তায় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় নিজ হাতে বের করে দেয়া মতে ইট সাদৃশ্য স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় মোট ৯৩,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ কোটি ৮০ লক্ষ টাকা।

গ্রেপ্তারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ