বিএনএ,ক্রীড়া ডেস্ক : পেলের নামে বিশ্বের প্রতিটি দেশেই অন্তত একটি করে স্টেডিয়াম চায় ফিফা। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এমনটি জানান।
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, পেলের নামে বিশ্বের প্রতিটি দেশেই অন্তত একটি করে স্টেডিয়াম করার অনুরোধ জানাবেন তারা। আর এটিই হবে ফুটবলের রাজার প্রতি শ্রদ্ধার চূড়ান্ত নিদর্শন।
ইনফান্তিনোর মতে, সবার উচিত পেলের সম্পর্কে জানা এবং তার অবদানের কথা মনে রাখা। বিশ্বের প্রতিটি দেশের তার নামে স্টেডিয়াম করার মাধ্যমে পরবর্তী প্রজন্মকেও পেলের কথা মনে করিয়ে দেওয়ার আশা তার,
‘আমরা বিশ্বের প্রতিটি ফেডারেশনকে অনুরোধ করব, তারা যেন অন্তত একটি স্টেডিয়াম পেলের নামে রাখে। এতে করে, পরবর্তী প্রজন্ম তার সম্পর্কে জানতে পারবে। তারা জানবে, পেলে পুরো পৃথিবীকে কেমন খুশিতে মাতিয়ে রাখতেন।’
নিজের ফুটবল কীর্তির জন্য ইতিহাসের পাতায় চির অমর হয়ে গেছেন কালো মানিক খ্যাত পেলে। ফুটবলে আজ যা কিছু আধুনিক, তার সবকিছুর শুরুই পেলের মাধ্যমে হয়েছিল।
পেলে নিজের সময়ের চেয়ে এগিয়ে ছিলেন বলেই তাকে ঘিরে এতো উন্মাদ হয়ে ছিলো গোটা বিশ্ব। ফিফা এবার পেলের নামটা আরো পাকাপোক্তভাবে লিখার ব্যবস্থাই করছে।
বিএনএ/ ওজি