বিএনএ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচর ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৯ জুয়ারীকে আটক করেছে র্যাব-১০।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটি জানিয়েছে, শনিবার রাতে র্যাব-১০ একটি দল কামরাঙ্গীরচরের কাজী বাড়ী গলি এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে।
তারা হলো- খোরশেদ আলম (৩৫), আবু জাহেদ (৩৪), জামাল গাজী (৩০), রানা (৩০), জামাল (৩০), হারুন (৫৫), রাজু (২৫) এবং হারুন মৃধা (৫০)। এ সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোনসেট, জুয়া খেলার ১০৪ পিস কার্ড ও নগদ ১ হাজার ৭৩০টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়া একইদিন র্যাব-১০ এর অপর একটি দল চকবাজারের রহমতগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ১১ জনকে আটক করা হয়। তারা হলো- হাফিজুর রহমান (৩৮), নজরুল ইসলাম (৪৭), মামুন ঢালী (২৯), সিদ্দীকুর রহমান (৩২), আশরাফ (২৫), আবুল কালাম (৬০), রুবেল (৩৬), জাকির (২৭), হান্নান (৫৫), ইউনুস (৩৩) এবং আব্দুল করীম (৪৮)। তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোনসেট, জুয়া খেলার ৫০০পিস কার্ড ও নগদ ৫২ হাজার ৭৭৫ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র্যাবকে জানিয়েছে, তারা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং নিজেদের সর্বস্ব হারাচ্ছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।
বিএনএ/এসকে,ওজি