24 C
আবহাওয়া
২:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় ৬০ বছরের বৃদ্ধার মৃত্যু

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় ৬০ বছরের বৃদ্ধার মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে ট্রাকচাপায় ৬০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। শনিবার (২জানুয়ারি) রাতে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ফুটওভার ব্রিজের নিচে ট্রাকচাপায় আহত হন বৃদ্ধ। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজাহার হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরনে চেক লুঙ্গি, পান্জাবী ও জেকেট ছিল।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বিএনএনিউজ/আজিজুল/জেবি

Loading


শিরোনাম বিএনএ