35 C
আবহাওয়া
৪:৫৯ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৫
Bnanews24.com
Home » বিএনএ নিউজ প্রেজেন্টারের স্বর্ণের চেইন ছিনতাই

বিএনএ নিউজ প্রেজেন্টারের স্বর্ণের চেইন ছিনতাই


বিএনএ, চট্টগ্রাম : অফিসে আসার পথে বাসে ছিনতাইকারীর শিকার হয়েছেন বিএনএনিউজ প্রেজেন্টার শামীমা চৌধুরী শাম্মী । ছিনতাইকারী তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায়  বহদ্দার হাট টু কাটগড় ১০ নং গণপরিবহনে এ ঘটনা ঘটেে। চেইন ছিনিয়ে নেয়ার সময় গলায় চোট লেগে তিনি সামান্য আহত হন।

নিউজ প্রেজেন্টার শাম্মী বলেন, কিছু লোক দলবেঁধে হুড়োহুড়ি করে ওয়াসা মোড় থেকে বাসে উঠে। বাসে উঠার ২/৩ মিনিটের মধ্যে আমার গলায় থাকা স্বর্ণের চেইন ধরে টান দেয় এবং চেইনটি ছিঁড়ে এর অর্ধেক সিটে পড়ে যায়।  মূহুর্তের মধ্যে  সিটে পড়া চেইনটা নিয়ে ছিনতাইকারী বাস থেকে লালখান বাজারে নেমে পড়ে।  ছিনতাই চক্রের বাকী সদস্যরা এ সময় চেচাঁমেচি করে ছিনতাইকারীকে কৌশলে নেমে যেতে সাহায্য করে।

তিনি আরও বলেন,  ছিনতাইকারীকে শনাক্ত করতে পারলেও বাসে থাকা  যাত্রীদের কেউ  এগিয়ে আসেনি। এমনকি বাসচালক ও হেলপার ছিনতাইকারীকে পালানোর সুযোগ করে দিল। সত্যি ভাবতে খারাপ লাগছে, কোন্ সমাজে বসবাস করছি আমরা।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সাক্ষাৎ কাঠগড়ায় কাঁদলেন ব্যারিস্টার তুরিন আফরোজ চট্টগ্রামে পুলিশের সঙ্গে ব্যাটারি রিকশাচালকদের সংঘর্ষ, আহত ১০ বোয়ালখালীতে ৩০০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আনোয়ারায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শাহবাগ ব্লকেডের ঘোষণা শিক্ষার্থীদের নওগাঁয় সেতু আছে, রাস্তা নেই বিটিভিতে চট্টগ্রামের নাগরিক সমস্যা সমাধান নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান "সবিনয় নিবেদন" ডিএমপির অফিস আদেশ স্থগিত, আসামি গ্রেপ্তারে লাগবে না অনুমতি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা