18 C
আবহাওয়া
২:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » ভূমি অটোমেশন প্রকল্প অনিয়ম ও দুর্নীতি বন্ধ করবে–উপদেষ্টা আরিফ

ভূমি অটোমেশন প্রকল্প অনিয়ম ও দুর্নীতি বন্ধ করবে–উপদেষ্টা আরিফ

ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ

ঢাকা: ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, অনিয়ম ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়তে চালু হচ্ছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের অধীন নতুন সফ্টওয়্যার চালুর ফলে ঘরে বসেই মানুষ ঝামেলাহীন ও স্বাধীনভাবে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর, হোল্ডিং নম্বর ও খতিয়ান-সহ ভূমি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, সামাজিক হানাহানি, মামলা-মোকদ্দমা হ্রাস পাবে এবং অনিয়ম ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে উঠবে।

উপদেষ্টা রবিবার(১লা ডিসেম্বর) ঢাকায় ভূমি ভবনে অটোমেশন প্রকল্প আয়োজিত সমনি¦ত ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি সেবার লক্ষ্যে নতুন সফটওয়্যার উদ্বোধনকালে এসব কথা বলেন।

হাসান আরিফ বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদদের অন্যতম স্বপ্ন ছিল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। আর নিরাপদ বাসস্থান হচ্ছে অন্যতম মৌলিক অধিকার। এজন্য প্রয়োজন একখণ্ড মানসম্মত ও নির্ভেজাল ভূমি।


তিনি আরো বলেন, জনবান্ধব ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ভূমি মন্ত্রণালয় বাস্তবায়ন করছে ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’। এ প্রকল্পের আওতায় একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি সেবার প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করা হচ্ছে। আজ এগুলোর মধ্যে ৪টি সফটওয়্যারের মানোন্নয়ন ও ১টি নতুন উদ্ভাবিত সফটওয়্যার নতুনভাবে তৈরি করে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।


অনুষ্ঠানে ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেন।


পরে উপদেষ্টা ডিএলআর আয়োজিত পঞ্চাশ দিনব্যাপী সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন করেন।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ