30 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৫
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় নৌকা উল্টে ২৯ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নাইজেরিয়ায় নৌকা উল্টে ২৯ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নাইজেরিয়ায় নৌকা উল্টে ২৯ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : নাইজেরিয়ার কানো রাজ্যে একটি নৌকা উল্টে গিয়ে ২৯ জন মারা গেছে।একটি মাদ্রাসা থেকে ৪০ শিক্ষার্থী নিয়ে নৌকাটি ওয়াতারি বাঁধের দিকে যাচ্ছিল। বুধবার (১ ডিসেম্বর) স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

রয়টার্স জানায়, এসব শিক্ষার্থীর অধিকাংশের বয়স ১৮ বছরের নিচে। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় সেটি নদীতে উল্টে যায়।

কানো রাজ্যের ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ আব্দুল্লাহি বলেন, উদ্ধারকারীরা ২৯টি মরদেহ তীরে নিয়ে এসেছেন। এখন পর্যন্ত আমরা যা জানতে পেরেছি, তাতে নৌকাটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল।

স্থানীয় সরকারি কর্মকর্তা আমিনু বেল্লো গোগোরি বলেন, এ পর্যন্ত ছয় ছাত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ