26 C
আবহাওয়া
৫:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় যুবক গ্রেপ্তার

ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার

বিএনএ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে আনোয়ার হোসেন (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।

এরআগে সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেন শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামের (মৃত) সুলতানের ছেলে।

ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় ১০ অক্টোবর শ্রীপুর থানায় মামলা করেন প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও উপজেলার দমদমা গ্রামের মৃত আব্দুল বাতেন পালোয়ানের ছেলে মো. হালিম পালোয়ান। পরে গতকাল সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাকে গাজীপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিএনএ/ রুকন ,এমএফ

Loading


শিরোনাম বিএনএ