35 C
আবহাওয়া
৬:৪৮ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৫
Bnanews24.com
Home » আজ শাহরুখ খানের জন্মদিন

আজ শাহরুখ খানের জন্মদিন

শাহরুখ খান

বিএনএ, বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের ৫৫তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২রা নভেম্বর দিল্লীতে জন্মগ্রহণ করেন বলিউডের কিংখান খ্যাত এই অভিনেতা।

গণমাধ্যমে “বলিউড বাদশাহ”, “কিং খান” এমন নানান উপাধিতে ভূষিত এই তারকা বেশ কিছুদিন থেকেই বিব্রত এবং বিমর্ষ রয়েছেন তার ছেলেকে নিয়ে। শাহরুখ খান সম্পর্কে এই উপমহাদেশে বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না। পেয়েছেন “পদ্মশ্রী” পদক, ১৪ বার ফিল্ম ফেয়ার পুরস্কার, ফ্রান্স সরকার তাকে ‘অর্দ্র দে আর্ত এ দে লেত্র’ এবং ‘লেজিওঁ দনর’ সম্মাননায় ভূষিত করেছেন। অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। ভারতীয় চলচ্চিত্র তারকাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ধনী এই তারকা জড়িয়ে আছেন নানান জনসেবা মূলক কাজে।

শুভেচ্ছা এবং ভালোবাসা এই তারকার প্রতি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ