31 C
আবহাওয়া
১২:২৫ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৪
Bnanews24.com
Home » শিগগিরই আসছে করোনার ট্যাবলেট

শিগগিরই আসছে করোনার ট্যাবলেট

শিগগিরই আসছে করোনার ট্যাবলেট

বিএনএ, ঢাকা : ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেক শিগগিরই নিয়ে আসছে করোনার ট্যাবলেট।  মুখে খাওয়ার কোভিড ট্যাবলেটের পরীক্ষামূলক প্রয়োগে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।গবেষণায় দেখা গেছে, এটি কোভিড আক্রান্তদের মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে ।

শুক্রবার ( ১ অক্টোবর)  সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, তাদের তৈরি মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির কোভিড আক্রান্তদের মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে বলে পরীক্ষামূলক প্রয়োগে দেখেছেন । অংশীদার প্রতিষ্ঠান রিজব্যাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে এ ওষুধের জরুরি ব্যবহারের অনুমতি চাওয়া হবে বলে জানিয়েছে মেরেক।

অনুমোদন পেলে এটাই হবে কোভিড চিকিৎসায় প্রথম অনুমোদিত মুখে খাওয়ার ওষুধ। একে করোনা মহামারি রোধে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পাওয়ার পর ওই ওষুধের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের সমাপ্তি ঘোষণা করেছে মেরেক ও রিজব্যাক।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ