বিএনএ, ঢাকা : এবার চিত্রনায়িকা পরীমনিকে বাসা ছাড়ার নোটিশ দিলেন ফ্ল্যাট মালিক। প্রায় এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন পরীমনি। কারাগার থেকে সকালে বাসায় যেতে তিনি নোটিশ পেলেন তাকে বনানীর বাসাটি ছাড়তে হবে।
বুধবার(১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে পরীমনি বলেন, কারাগার থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিশ দেখতে পেলাম। এখন কি তাহলে আমার বসবাসের অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা? ওরা যা চেয়েছিল, তা-ই কি হচ্ছে? আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব?
তিনি আরও বলেন, আমি তো একা থাকি না। আমার বয়স্ক নানুভাই আছেন। হঠাৎ করে এসব কী! হঠাৎ করে কই যাব, সেটা কি কেউ বলতে পারেন? এখন এই মুহূর্তে আমাকে কে বাসা খুঁজে দেবে?, চার দিন আগে তাকে এই বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। আজ বাসায় ফিরে জানতে পারি।
মঙ্গলবার (৩১ আগস্ট) ৫০ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত জামিন পান পরীমনি।
গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। রিমান্ডের সময়সীমা বাদে কাশিমপুর কারাগারে ১৯ দিন ছিলেন আলোচিত এই নায়িকা।
বিএনএ/ওজি