18 C
আবহাওয়া
১২:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বেড়েছে

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু বেড়েছে

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: করোনাভাইরাসের প্রভাব বেশ কিছু দিন ধরে কমা শুরু করলেও হঠাৎ  আবারও সংক্রমণ বেড়েছে। সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য প্রকাশ করেছে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস।

ওই সকল তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা সংক্রমণে ১ হাজার ২৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২০ হাজার ১০৪ জন। এছাড়া এ মহামারি থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৬ হাজার ৯৩৮ জন।

এর ফলে বিশ্বজুড়ে করোনা সংক্রমণে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ২১ হাজার ৫৫৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ২৭ লাখ ৪৪ হাজার ৯৬৭ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৫ কোটি ৩২ লাখ ৩০ হাজার ৫০৪ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে ১ লাখ ৯৬ হাজার ৮১২ জন করোনা সংক্রমিত হয়েছেন। এ সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৮৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ১ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৮২২ জন করোনা আক্রান্ত হয়েছে।

একই সময়ে সবেচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ব্রাজিলে। এ সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন। দেশটিতে ২২ হাজার ৯০৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৭৯২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৮০৫ জন করোনা আক্রান্ত হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ