বিএনএ বিশ্বডেস্ক : সোমবার ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছৈন, পারমাণবিক বোমা তৈরির কারিগরি ক্ষমতা ইরানের আছে তবে এটা বানানোর কোনো অভিপ্রায় নেই।সোমবার(১ আগস্ট) তিনি এই মন্তব্য করেছেন।
এসলামি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খারাজের জুলাইয়ে করা মন্তব্যের পুনর্ব্যক্ত করলেন।
খবরে আরও বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রের প্রতি ইরানের আগ্রহ আছে, খারাজির মন্তব্য তারই ইঙ্গিত। যদিও ইরান বরাবরই বলে আসছে পারমাণবিক অস্ত্র তৈরির মতো আগ্রহ তাদের নেই।
ইরান ইতোমধ্যে ৬০ ভাগ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। যেখানে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির আওতায় ইরানের এর পরিমাণ ছিল ৩.৬৭ শতাংশ। পারমাণবিক বোমা তৈরির জন্য ৯০ শতাংশ ইউরেনিয়াম প্রয়োজন হয়।
বিএনএ/ওজি