25 C
আবহাওয়া
৪:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কোভিডে মা-ভাইকে হারিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

কোভিডে মা-ভাইকে হারিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রামে এক বছরে করোনায় মৃত্যু ৬৪০, আত্মহত্যায় ১ হাজার ৩৮১ জন!

বিএনএ, ঢাকা: করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কোভিড-১৯ রোগে মা এবং বড়ভাইকে হারিয়ে লতিফুর রহমান (২৬) নামে এক ইংলিশ মিডিয়াম শিক্ষার্থী রাজধানীর গুলশানে আত্মহত্যা করেছে।রোববার(১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গুলশান-২ এর ৬ নম্বর রোডের ১০৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।ভবন থেকে লাফ দিয়ে ঘটনাস্থলে সে মারা যায়।লতিফুর রহমান লতিফ ‘এ’ লেভেল সম্পন্ন করেছিলেন।

লতিফুরের বাবার বরাত দিয়ে গুলশান থানার এসআই মো. শামীম হোসেন সাংবাদিকদের বলেন, এই শিক্ষার্থী কয়েকদিন আগে কোভিড-১৯ রোগে মা ও বড়ভাইকে হারিয়েছেন। মানসিক বিষাদ থেকে এই শিক্ষার্থী আত্মহত্যা করে থাকতে পারেন।

লতিফের বড়ভাই ২৬ জুলাই ও মা ২৭ জুলাই কোভিড-১৯ রোগে মারা গেছেন।মা ও ভাইয়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েন লতিফ।মা ও ভাই হারানোর শোক সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ