বিএনএ, ঢাকা: রাজধানীর গুলিস্তানে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন, জাহাঙ্গীর মাতব্বর (৩৫) ও অজ্ঞাত পরিচয় (৩২)।
শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মওলানা ভাসানী স্টেডিয়ামের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।মনজিল পরিবহনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল ১০ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বাবার নাম ইফাজ উদ্দিন। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
এ দিকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে গুলিস্হান সিনেমা হলের সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ সব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মনজিল পরিবহনের বাসের চাপায় আহত জাহাঙ্গীরকে ঢামেকে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।আর অজ্ঞাত ব্যক্তি শুক্রবার রাতে ট্রাক ধাক্কায় আহতাবস্হায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে জানায় চিকিৎসকরা। দুইটি মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএ/ আজিজুল, ওজি