18 C
আবহাওয়া
৭:০১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ভাটারায় গৃহকর্মী নির্যাতন, নির্যাতনকারী গ্রেফতার

ভাটারায় গৃহকর্মী নির্যাতন, নির্যাতনকারী গ্রেফতার

গাজীপুরে অটোরিকশা চোরচক্রের ৭ সদস্য গ্রেফতার 

বিএনএ, ঢাকা : রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গৃহকর্মী নির্যাতন করার অভিযোগে মোহাম্মদ আসাদুর রহমান (৩৯)নামে মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে এগারটার দিকে ভাটারা থানার জোয়ার সাহারার এল এম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভাটারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল হক বলেন, গ্রেফতারকৃত মোহাম্মদ আসাদুর রহমানের জোয়ার সাহারার বাসায় কাজ করত ভিকটিম কুলসুমা আক্তার। গত ১২ নভেম্বর, ২০২০ হতে ৩০ জুন, ২০২১ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে ওই বাসার গৃহকর্মী ভিকটিমকে জ্বলন্ত আগুনে লোহার খুন্তি ও রড গরম করে শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। এতে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে গত বুধবার (৩০ জুন)সন্ধ্যার দিকে তার বোনের বাসায় পাঠিয়ে দেয়া হয়। পরে সংবাদ পেয়ে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারী বাসার মালিককে গ্রেফতার করে।

এ বিষয়ে ভাটারা থানায় মামলা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ