27 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ফারিয়ার ‘বিটিং দ্যা হিট’ সমালোচনায় মুখর পলি-ময়ূরী

ফারিয়ার ‘বিটিং দ্যা হিট’ সমালোচনায় মুখর পলি-ময়ূরী

ফারিয়ার ‘বিটিং দ্যা হিট’ সমলোচনায় মুখর পলি-ময়ূরী

বিএনএ, ডেস্ক: প্রায় সময় সাহসী রূপে ধরা দেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। আইটেম গানে কিংবা খোলামেলা ফটোশুটের জন্য আলোচনায় আসেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি খোলামেলা ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। ছবিতে সমুদ্রে সৈকতে বিকিনি পরে থাকতে দেখা গেছে নায়িকাকে। ক্যাপশনে লিখেছেন, ‘বিটিং দ্যা হিট’। তবে ছবিটি কোথায় কখন তুলেছেন অভিনেত্রী সে নিয়ে কিছু বলেননি।

নুসরাত ফারিয়ার ওই ছবিটি কেন্দ্র করে নেটিজেনরা ব্যস্ত আলোচনা-সমালোচনায়। অনেকেই তার সাহসী লুকের প্রশংসা করেছেন আর অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। চিত্রনায়িকা পলি নুসরাত ফারিয়ার বিকিনি লুকের ছবি প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘নুসরাত ফারিয়া, তোমাকে দেখতে সুপার লাগছে।’

পলির সেই পোস্টে চিত্রনায়িকা ময়ূরীকে মন্তব্য করতে দেখা গেছে। যেখানে ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনায় এই নায়িকা বলেছেন, ‘নুসরাত ফারিয়া করলে ‘লীলাখেলা’ আমরা করলে অশ্লীল।’ ময়ূরীর সেই মন্তব্যের জবাবে নায়িকা পলি বলেছেন, ‘এইবার বুঝলা দোস্ত, কেন পোস্ট করলাম।’ ঢাকাই সিনেমায় এক সময় অভিনয় করলেও বর্তমানে ময়ূরী ও পলিকে দেখা যায় না।

অন্যদিকে সমালোচনা নিয়ে না ভেবে নিজের কাজে ব্যস্ত আছেন নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ