35 C
আবহাওয়া
৮:৫৩ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের ডিজি হলেন বার্নিকাট

যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের ডিজি হলেন বার্নিকাট

যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের ডিজি হলেন বার্নিকাট

বিএনএ বিশ্বডেস্ক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবার মার্কিন ফরেন সার্ভিসের ডিরেক্টর জেনারেল ও গ্লোবাল ট্যালেন্টের ডিরেক্টর হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১ জুন) দেশটির গুরুত্বপূর্ণ পদে এ নিয়োগ পান সাবেক এই কূটনীতিক। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

৪১ বছর ধরে ফরেন সার্ভিসের ‘ক্যারিয়ার মেম্বার’ বার্নিকাট ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত  দেশটির ব্যুরো অফ ওশেনস অ্যান্ড ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্স (ওইএস) এর ভারপ্রাপ্ত সহকারি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বার্নিকাট বাংলাদেশ, সেনেগাল ও গিনি বিসাউতে রাষ্ট্রদূত এবং বার্বাডোস মালাউইতে মিশনের ডেপুটি চিফের পাশাপাশি ব্যুরো অব হিউম্যান রিসোর্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিসহ দপ্তরটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, বার্নিকাট লাফায়েট কলেজ ও জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেনঃফরেন সার্ভিসের নতুন মহাপরিচালক এবং গ্লোবাল ট্যালেন্টের পরিচালক হিসেবে স্টেট ডিপার্টমেন্ট এ শপথ নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি! আমাদের বৈচিত্র্যময় বৈশ্বিক কর্মশক্তির ৭৬,০০০ এরও বেশি নিবেদিত ব্যক্তিদের জন্য কাজ করাটা আমার চার দশকের ক্যারিয়ারের সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ