34 C
আবহাওয়া
১০:১৬ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ফের ভাঙল কুয়েতের পার্লামেন্ট

ফের ভাঙল কুয়েতের পার্লামেন্ট


বিএনএ, বিশ্বডেস্ক: মাত্র দেড় মাস আগে গঠিত কুয়েতের সরকার আবারও ভেঙে দেওয়া হয়েছে। সোমবার (১ মে) কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল আহমেদ আল সাবাহ এক ডিক্রির মাধ্যমে দেশটির পার্লামেন্ট ভেঙে দেন। একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি।

ডিক্রিতে ক্রাউন প্রিন্স শেখ মেশাল বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী এই ডিক্রি জারি করা হয়েছে। আমরা আশা করছি, সামনের নির্বাচনের পর দেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংস্কার সম্ভব হবে। কুয়েতের সরকার ব্যবস্থা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতের আয়তন মাত্র ১৭ হাজার ৮১৪ বর্গকিলোমিটার। দেশটির জনসংখ্যা ৪২ লাখের কিছু বেশি।

১৯৬২ সালে দেশটিতে মন্ত্রীপরিষদ শাসিত সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয়। দেশটির পার্লামেন্টের মোট আসন ৭৬টি। যার মধ্যে ৫০টি নির্বাচিত এমপিদের জন্য।বাকি ১৬টি আসনের এমপিরা নিয়োগ পান আমিরের সুপারিশে।

২০২০ সালের নির্বাচনের পর থেকে দেশটির পার্লামেন্টের সাথে নির্বাহী বিভাগ তথা আমিরের দ্বন্দ্ব শুরু হয়। সরকার পরিচালনায় নিজেদের অংশগ্রহণের পরিধি আরও বিস্তৃত করতে চান পার্লামেন্ট সদস্যরা। আমির তা মানতে নারাজ। এ থেকেই সূত্রপাত এ দ্বন্দ্বের।

কুয়েতে পার্লামেন্টারি ব্যবস্থা প্রচলিত থাকলেও দেশটিতে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। দেশটির সংবিধানে রাজনৈতিক দল গঠন নিষিদ্ধ রয়েছে; যারা নির্বাচনে প্রার্থী হন, তাদের প্রায় সবাই দেশটির অভিজাত সম্প্রদায়ের; যাদের একটি অংশ আবার আমিরবিরোধী।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ