বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনে জাতীয় নির্বাচন স্থগিত করার প্রতিবাদে অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভ হয়েছে।
নির্বাচন স্থগিত করার প্রতিবাদে পশ্চিম তীরের আল-খলিল শহরে শত শত মানুষ বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। পশ্চিম তীরের ওয়ার্কার্স ইউনিটি ব্লক ও ডেমোক্র্যাটিক চেঞ্জ লিস্ট নামের দুটি সংগঠনের ডাকে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ-সমাবেশে অংশ নেয়া লোকজন নির্বাচন স্থগিত করার নিন্দা জানিয়ে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের দাবিতে নানা ধরনের স্লোগান দেন।
এদিকে, নির্বাচন স্থগিত করার প্রতিবাদে পুরো গাজা উপত্যকায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ডাকে বিভিন্ন দল ও মতের লোকজন মসজিদে মসজিদে জড়ো হয় এবং সেখান থেকে রাস্তায় নেমে বিক্ষোভ করে। (পার্সটুডে)
বিএনএনিউজ/এইচ.এম।