31 C
আবহাওয়া
৬:৪৮ অপরাহ্ণ - মে ২২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

এ্যাকশানে সিএমপি,আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম:চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দা, চাকু ও ছোরা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে থানার পাঠানিয়া গোদা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নগর পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— বহদ্দারহাট বাড়াইপাড়ার হাজী নাজির আলীর বাড়িস্থ সিরাজ কলোনির বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে মো. সাজ্জাদ (২৪), বাঁশখালীর জলদী এলাকার রেজাউল করিমের ছেলে রোমান ইসলাম রাজু (১৯) এবং চাঁদপুর জেলার খেরিহর চকিদার বাড়ির আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ নাছির।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকাতির প্রস্তুতিকালে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/নাবিদ

Loading


শিরোনাম বিএনএ