14 C
আবহাওয়া
৯:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » সাইবার হামলার ঝুঁকিতে কোটি ওয়েবসাইট

সাইবার হামলার ঝুঁকিতে কোটি ওয়েবসাইট

বাংলাদেশ ব্যাংকসহ ২শ প্রতিষ্ঠানে সাইবার হামালা

বিএনএ, বিশ্বডেস্ক : ওয়ার্ডপ্রেসের প্লাগইনে ত্রুটি পাওয়ায় বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কায় পড়েছে কোটি ওয়েবসাইট। কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) ওয়ার্ডপ্রেসের ‘এলিমেন্ট প্রো’ প্লাগইনে ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে প্লাগইনটি দিয়ে তৈরি ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি প্রশাসকদের ই-মেইল ঠিকানাও বদলে ফেলা যায়।

ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নিনটেকনেটের গবেষক জেরোম ব্রুয়ানডেট প্লাগইনে থাকা ত্রুটি প্রথম শনাক্ত করেছেন।

তিনি জানান, এলিমেন্ট প্রো প্লাগইনের ‘ভি৩.১১.৬’ থেকে আগের সব সংস্করণে এ ত্রুটি পাওয়া গেছে। জনপ্রিয় এ প্লাগইন ১ কোটি ১০ লাখেরও বেশি ওয়েবসাইটে যুক্ত থাকায় বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে।

প্লাগইনের এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই যেকোনো ওয়েবসাইটের সেটিংস পরিবর্তনের পাশাপাশি ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিজের করে নিতে পারেন। তাই নিরাপদ থাকতে দ্রুত প্লাগইনটির হালনাগাদ সংস্করণ (৩.১১.৭ থেকে ৩.১২.০) ব্যবহারের পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ